Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে॥ত্রাণ বিতরণ

॥মাহবুব হোসেন পিয়াল॥ পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ফরিদপুর সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে ফরিদপুর সদর উপজেলার বন্যা কবলিত পাঁচটি ইউনিয়নের নতুন নতুন এলাকা। বর্তমানে সদর উপজেলার অর্ধলক্ষ মানুষ পানিবন্দী রয়েছে।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির জানান, তার ইউনিয়নের ৯০ ভাগ এলাকা পানিতে ডুবে গেছে। ৪ হাজার পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধানসহ সব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দরিদ্র মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।
এ অবস্থায় ত্রাণ তৎপরতাও শুরু হয়েছে। গতকাল ২১শে জুলাই ডিক্রিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এক হাজার পরিবারের মধ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সকাল থেকে ট্রলারে করে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে এসব চাল বিতরণকালে ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, ট্যাগ অফিসার(উপজেলা সমবায় কর্মকর্তা) বিরাহ মোহন কুন্ডু, ইউএনও’র কার্যালয়ের ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল ফকির ও যুবলীগ নেতা আলমগীর ফকিরসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।