Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি তীরবর্তী চরাঞ্চল বন্যা কবলিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।
ইতোমধ্যে হাবাসপুর ইউপির পূর্ব চরআফড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নিমজ্জিত হয়েছে। পার্শ্ববর্তী চর রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠও নিমজ্জিত হওয়ার উপক্রম হয়েছে। পদ্মা তীরের চরাঞ্চলের পূর্ব চর আফড়া, শাহমীরপুর, চর আফড়া(অংশিক) ও চর রামনগরসহ চরাঞ্চলের অন্তত দুইশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গতোমপুর ব্রিজ থেকে পূর্ব চর আফড়া ও চর রামনগর গ্রামের মাটির রাস্তা প্লাবিত হওয়ার উপক্রম হয়ে পড়েছে। ওই রাস্তার কয়েকটি পয়েন্টে পানি উঠেছে। বন্যা প্লাবিত এলাকার মানুষ চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন।
গতকাল ১৯শে জুলাই সকালে পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আলমগীর আকন হাবাসপুর ইউপির চর আফড়া, পূর্ব চরআফড়া ও চর রামনগর গ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।
তার সঙ্গে ছিলেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। পিআইও মোঃ আলমগীর আকন জানান, গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাবাসপুর ইউপির চর আফড়া, পূর্ব চরআফড়া ও চর রামনগর এলাকায় সরেজমিন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পর্যায়ক্রমে হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হবে।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে হাবাসপুর ইউপির চর আফড়া, পূর্ব চর আফড়া, শাহমীরপুর ও চর রামনগর গ্রামের অন্তত দুইশত পরিবার বন্যা কবলিত হয়েছে। বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে বন্যা কবলিত পরিবারের সংখ্যাও বাড়বে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
এদিকে, পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন জানান, হাবাসপুর ইউপির পূর্ব চর আফড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ বন্যায় নিমজ্জিত হয়েছে। সেখানে বিকল্পভাবে পাঠদানের ব্যবস্থাগ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া চর রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠও বন্যায় প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।