Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চরভদ্রাসনে আশ্রয়ণ প্রকল্পে বন্যা কবলিত বাসিন্দাদের মধ্যে শুকনা খাবার বিতরণ

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়নের গাজীরটেক ইউনিয়নের বন্যা কবলিত চর মৈজদ্দিন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ৪০টি পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৯শে জুলাই দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত এই শুকনা খাবার বিতরণ করা হয়। এ সময় চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত শুকনা খাবারের মধ্যে রয়েছে ৫ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ১ কেজি করে লবণ, ১ লিটার করে তেল, ১ কেজি করে চিড়া, ৫শ’ গ্রাম করে মুড়ি, বিস্কুট, মোমবাতি ও ম্যাচ।