॥রঘুনন্দন সিকদার॥ সকল জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন রাজবাড়ী জেলার উপজেলা ৫টি উপজেলার চেয়ারম্যানরা।
গতকাল ১৮ই জুলাই অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘আয়োজনে উপজেলা পরিষদ’ উল্লেখ না থাকায় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা বয়কট করাসহ সকল জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণে ১৭টি দপ্তর রয়েছে। যেগুলোর কার্যক্রম আমরা পরিষদের পক্ষ থেকে পালন করে থাকি। কিন্তু জাতীয় দিবসগুলোর আয়োজনে উপজেলা পরিষদের কথা উল্লেখ করা হয় না। তাই আমরা ঘোষণা দিয়েছি, আয়োজনে উপজেলা পরিষদের নাম না থাকলে আমরা কোন জাতীয় দিবসের অনুষ্ঠানেই যাব না।’ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে তো চিঠিই দেয়নি।’
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার যে উদ্দেশ্য নিয়ে উপজেলা পরিষদ গঠন করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না। ফলে উপজেলা পরিষদ জনগণের কোন উপকারে আসছে না। জনগণ তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা চাই, জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করার জন্য সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইন বলেন, ‘ক্যাবিনেট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী আমরা জাতীয় দিবসগুলোর আয়োজন করে থাকি। ক্যাবিনেট ডিভিশন আমাদেরকে যে নির্দেশনা দেন, আমরা সেটাই পালন করে থাকি। এখানে আমরা কী করতে পারি। অনুষ্ঠান বয়কট করা তাদের(উপজেলা চেয়ারম্যান) ব্যক্তিগত ব্যাপার।’ একজন উপজেলা চেয়ারম্যানকে জাতীয় মৎস্য সপ্তাহের আমন্ত্রণপত্র না দেওয়ার অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি জানিনা চেয়ারম্যান সাহেব সঠিক বলেছেন কি না। তবে আমি যতটুকু জানি উনি চিঠি পেয়েছেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে এর দায়ভার জেলা মৎস্য অধিদপ্তরের। কারণ চিঠি বিলি করেছে মৎস্য বিভাগ।’
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে রাজবাড়ীর ৫টি উপজেলা চেয়ারম্যানরা
