॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় মৎস্য সপ্তাহ (১৭-২৩ জুলাই) উদযাপন উপলক্ষে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি রাজবাড়ীর আয়োজনে গতকাল ১৮ই জুলাই সকালে বর্ণাঢ্য র্যালী, উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার।
এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ আহম্মেদ ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল হকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন এবং পুষ্টির চাহিদা পূরণে মৎস্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার শেষে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র্যালী-আলোচনা
