Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালুখালীতে র‌্যালী-আলোচনা

॥রাকিবুল ইসলাম॥ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১৮ই জুলাই সকালে বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রকারের মাছের পোনা অবমুক্ত করা হয়।