Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ২য় পর্বের প্রশিক্ষণ

ইউজিডিপি ও জাইকা’র সহায়তায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ১৮ই জুলাই থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা-সাধারণ জ্ঞান ও সচেতনতা বিষয়ক ২য় পর্বের প্রশিক্ষণ শুরু হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস এবং সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজসহ ভূমি মালিক ও ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।