Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে এইচএসসিতে পাসের হার ৫২ ও আলিমে ৮৯ শতাংশ

॥চঞ্চল সরদার॥ চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষায় রাজবাড়ী জেলায় যথাক্রমে ৫২ ও ৮৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
গতকাল ১৭ই জুলাই সকালে রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল ৯ হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী। তার মধ্যে ৪ হাজার ৮৭৮ জন উত্তীর্ণ এবং ৪ হাজার ৪৯১ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৫২.০৬%। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৬৩৫ জন। তাদের মধ্যে ৫৬৮ জন উত্তীর্ণ এবং ৬৭ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৮৯.৪%। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।