Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালুখালীতে সংবাদ সম্মেলন

॥কালুখালী প্রতিনিধি॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১৭ই জুলাই বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচীসমূহ তুলে ধরে বলেন, কালুখালী উপজেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ উৎপাদন হয়। উপজেলার ৪২টি মজা জলাশয় পুনঃখনন করে মাছ চাষের উপযোগী করা হয়েছে। গত ২ বছরে ৬১টি ফলাফল প্রদর্শনী দিয়ে নতুন প্রজাতির গুলশা টেংড়া, পাবদা, শিং মাছের চাষ উন্নত পদ্ধতিতে শুরু হয়েছে। উপজেলায় মুক্তা চাষের প্রক্রিয়াও বিদ্যমান রয়েছে। গত ২ বছরে প্রায় ১৫শ’ জনকে মাছ চাষের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিল, নার্সারী স্থাপন, অভয়াশ্রম স্থাপন, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য খাদ্য দোকান লাইসেন্সিং, পোনা উৎপাদন, মৎস্য আইন বাস্তবায়ন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ সংরক্ষণ করে মাছের উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা হয়েছে।
নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের নিবন্ধন করে তাদের মধ্যে শুকনা খাবার ও চাউল বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।