Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে মুজিববর্ষ ২০২০ ঃ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলারকালুখালীতে ‘মুজিববর্ষ ২০২০ ঃ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় গতকাল ১৬ই জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, কালুখালী থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর, কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঃ রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, উপজেলা খাদ্য পরিদর্শক একরাম হোসেন খান, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, কালুখালীতে বর্ণাঢ্যভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করা হবে। এছাড়াও বক্তাগণ জননেত্রী শেখ হাসিনার বহুমুখী উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মুজিববর্ষ উদযাপনে কালুখালী উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ স্ব-স্ব দপ্তরে বিশেষ কর্মসূচী গ্রহণ করবেন।