॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীতে ১বছর ৪মাস ১০দিন দায়িত্ব পালনের পর বদলীর কারণে বিদায় নিলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা।
গতকাল ১৫ই জুলাই বেলা ১১টায় তিনি পুলিশ সুপারের কার্যালয় থেকে বিদায় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে যোগদানের উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন।
সকালে সরকারী বাসভবন থেকে বিদায়ী সালাম গ্রহণ শেষ তিনি কার্যালয়ে আসেন। সেখানে পুলিশের বিভিন্ন বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর পুলিশ সুপারের স্যালুটিং ডায়াসে দাঁড়িয়ে সালাম গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সালাউদ্দিন, অতিরিক্তি পুলিশ সুপার(হেডকোয়ার্টার্স) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ্, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়েন্দা শাখার(ডিবি) বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূইয়া, জেলা বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর মীর্জা আবুল কালাম আজাদ, বিদায়ী ডিআইও-২ ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা ২০১৮ সালের ৫ই মার্চ রাজবাড়ী জেলার ২৮তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের আসামী গ্রেফতার এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিলেন তৎপর। এসব কাজের স্বীকৃতি হিসেবে চলতি ২০১৯ সালের পুলিশ সপ্তাহে তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।