॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরে গতকাল ১২ই জুলাই বিকেলে উল্টোরথের যাত্রার মাধ্যমে ৯দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০১৯ সম্পন্ন হয়েছে।
জানা যায়, বিকেল ৪টার দিকে পাংশা পুরাতন বাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গন থেকে উল্টোরথের যাত্রা শুরু হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা আদি মহাশ্মশান চত্বরে ৯দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে রথযাত্রা উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও লিজা হেলথ কেয়ারের পরিচালক দীপক কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দীপক কুমার, সুনীল বিশ্বাস, চন্ডিচরণ ঘোষ, নিতাই দত্ত, উত্তম রায়, লিটন কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৪ঠা জুলাই বিকেলে পাংশা আদি মহাশ্মশানে ৯দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদ্বোধন করেন সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন। পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রীকৃষ্ণ সেবা সংঘ, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম ও পাংশা আদি মহাশ্মশান কমিটি চতুর্থবারেরমত রথযাত্রা উৎসবের আয়োজন করে।