Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দেবগ্রাম ও দৌলতদিয়া ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ১১ই জুলাই বিকালে উপজেলা পরিষদের হলরুমে দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম।
সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন আহম্মেদ ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসন ও নির্বাচন অফিসারদের পক্ষ থেকে প্রার্থীদের আশ্বস্ত করে বলা হয়, সুষ্ঠু-সুন্দর ও নির্বিঘœ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কোন রকম ছাড় দেয়া হবে না। আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হবে।
সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতর আলী সরদার, মোঃ হাফিজুল ইসলাম, আব্দুল মান্নান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ নূরুল ইসলাম মন্ডল, আঃ রহমান মন্ডল এবং সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা সবাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ কামনা করে বক্তব্য রাখেন।
এ সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঃ রহমান মন্ডল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি তার নিরাপত্তা নিশ্চিত করার এবং সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।
পরে নূরুল ইসলাম মন্ডল তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। নির্বাচনী মাঠে ভোটারদের কাছে গিয়ে কান্নাকাটি করে তার বিরদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তাতে কোন লাভ হবে না।