॥রঘুনন্দন সিকদার॥ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল ১১ই জুলাই সকালে ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫বছর ঃ প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’-প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম আল কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে এমসিএইচএফপি ডাঃ জাহিদুজ্জান জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। সভা সঞ্চালনা করেন নবাবপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহম্মদ আলী।