Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলাতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর ঃ প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ পালিত হয়ছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার, ফেস্টুন ও বাদ্য যন্ত্রসহকারে পাংশা হাসপাতাল চত্বর থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পাংশা হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম।
পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সেবাপ্রদানকারীগণের মধ্যে পাংশা পৌরসভার ১/খ/ইউনিটে কর্মরত হাসিনা খাতুনকে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পাংশা সদর ক্লিনিকে কর্মরত রেহানা সুলতানাকে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, কসবামাজাইল ইউনিয়নে কর্মরত আতিয়ার রহমানকে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠ সেবাকেন্দ্র, মৌরাট ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, মৌরাটের এফডাব্লিউসি উজ্জল বাড়ইকে শ্রেষ্ঠ এসএসিএমও ও সূর্যের হাসি নেটওয়ার্ককে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসেবে প্রশংসা সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবায় পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত সকলকে দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ. আল মামুনসহ পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।