॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৬ই জুলাই বিকালে শহরের শ্রীপুরে অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রশাসকের পরিদর্শন উপলক্ষে সেখানে শিল্পকলা একাডেমীর অ্যাক্রোবেটিক দল শিল্পীরা মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শন করে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ও এনডিসি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এখানে খুদে শিল্পীরা তাদের যে প্রদর্শনীটা দেখালো তা খুবই চমৎকার। তাদের ব্যালেন্স-পারফরমেন্স সব মিলিয়ে সার্বিক যে শিল্পটা ফুটে উঠেছে তা অসাধারণ। এটি বাংলাদেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র। এটিকে টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। এই অ্যাক্রোবেটিক সেন্টারটির উন্নয়নে আমি আমার সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাব।