Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মানবতা সহায়ক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে চাল বিতারণ

॥চঞ্চর সরদার॥ রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা স্মরণে গতকাল ৬ই জুলাই হতদারিদ্র মানবতা সহায়ক একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাল বিতারণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুরে এলাকায় ৫০টি হত দরিদ্র পরিবারের মাঝে ৫কেজি করে চাল বিতারণ করা হয়।
এ সময় সংস্থার পরিচালক মোঃ মুরাদ মোল্লা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, এছাড়াও সাইফুল ইসলাম ও মোঃ হেলাল উদ্দিনসহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন মোছাঃ রিজিয়া খাতুন।