Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইয়াবাসহ রাজবাড়ী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আরিফসহ ২জন গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী থানার পুলিশ গতকাল ৪ঠা জুলাই বিকেলে সদর উপজেলার চরলক্ষীপুর তালতলা এলাকা থেকে ১৬পিস ইয়াবাসহ ফায়ারম্যান আরিফ ইসলামসহ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের আইনাল মোল্লার ছেলে আরিফ ইসলাম(৩০) ও খানগঞ্জ গ্রামের মশিউর রহমানের ছেলে আশিকুর রহমান(২৫)। এদের মধ্যে আরিফ ইসলাম রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী।
রাজবাড়ী থানার এস.আই মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আরিফ ইসলাম ফায়ার সার্ভিসের কর্মী হলেও সরকারী চাকুরীর আড়ালে সে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল ৪ঠা জুলাই বিকেলে তালতলা মুক্তিযোদ্ধা সামাদ মিয়ার বাড়ীর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিস কর্মী আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরো একটি মামলা রয়েছে বলেও জানান এস.আই মামুনুর রশীদ।
এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, ইয়াবাসহ ফায়ারম্যান আরিফ ইসলামের গ্রেফতারের বিষয়টি আমরা জেনেছি। তবে তিনি গত ২৯শে জুন থেকে ৪ঠা জুলাই পর্যন্ত নৈমত্তিক ছুটিতে ছিলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ারম্যান আরিফ ইসলাম গত ৩/১/২০১০ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান পদে চাকুরীতে যোগদান করেন।