Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা এবং বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে তেনাপঁচা কাজী মোনাক্কা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকাদের বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে নলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে চরবালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলোসহ ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নূরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আসিফ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।