Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নিউইয়র্কের টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর শততম জন্মোৎসব উদযাপিত হবে

॥নিউইয়র্ক থেকে তোফাজ্জল লিটন॥ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে আগামী বছর ২০২০ সালের ১৭ই মার্চ নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ১০০তম জন্মোৎসব উদযাপন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কলামিস্ট ও অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, টাইম স্কয়ারের চার ঘন্টাব্যাপী আয়োজনে ২০০ ফুট ফুট উপরে বর্ণিল আলোকসজ্জার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হবে। বিলবোর্ডে ভেসে উঠবে বঙ্গবন্ধুর ছবি। গাওয়া হবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিভিন্ন কালজয়ী গান। এর পাশাপাশি টাইম স্কয়ারের নিকটবর্তী একটি পাঁচতারকা হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আয়োজন সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ তাদের জাতির জনককে কতটা ভালোবাসে।