Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চীনের হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে রাজবাড়ীর শাকিলের ডক্টরেট ডিগ্রী অর্জন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর তরুণ কৃষি বিজ্ঞানী কামারুজ্জামান শাকিল চীনের হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।
রাজবাড়ী শহরের বিনোদপুর ড্রাই-আইস ফ্যাক্টরী এলাকার মোঃ আছাদুজ্জামান ওরফে আছাদ মাস্টার ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে কামরুজ্জামান শাকিল রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজবাড়ী সরকারী কলেজ থেকে এইচএসসি পাসের পর ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ‘এগ্রিকালচার’-এ বিএসসি এবং ‘প্লান্ট প্যাথলজী’তে পোস্ট গ্রাজুয়েশন সমাপ্ত করার পর ফুল স্কলারশীপ নিয়ে পিএইচডি সম্পন্ন করার জন্য চীনের উহান প্রদেশের হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পাড়ি জমান। সেখানকার প্রফেসর লি গুয়োচিং-এর তত্বাবধানে তার রিসার্স টপিক ছিল বায়োলজিক্যাল কন্ট্রোল অব প্লান্ট ডিজিজ(২০১৪-২০১৯)। পিএইচডি করতে যাওয়ার আগে তিনি রহিম আফরোজ এগ্রো লিমিটেডে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ‘Botrztis cinerea partitivirus 2’-নামের একটি উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, যা উদ্ভিদের ক্ষতিকারক ছত্রাক আক্রমণকে দমন করতে সক্ষম।