॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর তরুণ কৃষি বিজ্ঞানী কামারুজ্জামান শাকিল চীনের হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।
রাজবাড়ী শহরের বিনোদপুর ড্রাই-আইস ফ্যাক্টরী এলাকার মোঃ আছাদুজ্জামান ওরফে আছাদ মাস্টার ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে কামরুজ্জামান শাকিল রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজবাড়ী সরকারী কলেজ থেকে এইচএসসি পাসের পর ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ‘এগ্রিকালচার’-এ বিএসসি এবং ‘প্লান্ট প্যাথলজী’তে পোস্ট গ্রাজুয়েশন সমাপ্ত করার পর ফুল স্কলারশীপ নিয়ে পিএইচডি সম্পন্ন করার জন্য চীনের উহান প্রদেশের হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পাড়ি জমান। সেখানকার প্রফেসর লি গুয়োচিং-এর তত্বাবধানে তার রিসার্স টপিক ছিল বায়োলজিক্যাল কন্ট্রোল অব প্লান্ট ডিজিজ(২০১৪-২০১৯)। পিএইচডি করতে যাওয়ার আগে তিনি রহিম আফরোজ এগ্রো লিমিটেডে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ‘Botrztis cinerea partitivirus 2’-নামের একটি উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, যা উদ্ভিদের ক্ষতিকারক ছত্রাক আক্রমণকে দমন করতে সক্ষম।