Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বাকপ্রতিবন্ধী যুবক সুলতানকে খুঁজে চলেছে তার মা-বাবা

॥চঞ্চল সরদার॥ মা-বাবা পাগলের মতো কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে খুঁজছে তাদের হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী সন্তান সুলতান সরদারকে। কিন্তু কোথায়ও তাকে পাওয়া যাচ্ছে না।
হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে টাকার অভাবে পায়ে হেঁটে হেঁটেই তারা বিভিন্ন স্থানে যাচ্ছে। ঠিকমতো খাওয়া-দাওয়াও জুটছে না তাদের। সন্তানকে খুঁজতে খুঁজতে মাঝে-মধ্যেই কান্নায় ভেঙ্গে পড়ছে। আর অপেক্ষার প্রহর গুনছে কখন কাছে পাবে তাদের বুকের মানিক ভালোবাসার ছেলেটিকে। হারিয়ে যাওয়া সুলতান সরদার(১৯) রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের কৃষি শ্রমিক ওমর সরদারের ছেলে।
রাজবাড়ী রেলস্টেশনে কথা হয় বাকপ্রতিবন্ধী সুলতানের মা-বাবার সাথে। সুলতানের মা আলেয়া বেগম বলেন, গত ২৮শে জুন দুপুরে সুলতান জুম্মার নামাজ পড়ে ফয়তা(চেহলাম) খাওয়ার জন্য পাশের গ্রাম বিষ্ণুপুরে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
সুলতানের বাবা ওমর সরদার বলেন, ছেলেকে পাওয়ার আশায় গত শুক্রবার রাত থেকেই আমরা তাকে অনেক খুঁজেছি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পাংশা থানায় একটি জিডিও করেছি।
সুলতানের মা-বাবা আরও জানান, বাড়ী থেকে বের হওয়ার সময় সুলতানের পরনে ছিল আকাশী চেক রংয়ের শার্ট এবং কালো রংয়ের ট্রাউজার। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, মাথার চুল কালো, উচ্চতা প্রায় ৫ফুট এবং ডান চোখটি একটু ছোট। কেউ তার সন্ধান পেলে তারা ০১৭৫৪-৯২০৬০৫/০১৭৫৭-৩৬২৬১৪ নম্বরের মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ করেছেন।