Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের॥পাঁচুরিয়া থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে গত ২৯শে জুন সকালে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে।
রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম আহাদ আলী মন্ডল(৫২)। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের ভাদু মন্ডলের পুত্র। কয়েক বছর ধরে সে ফরিদপুরের কোতয়ালী থানাধীন সমাসপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। এ ঘটনায় নিহতের স্ত্রী বেবী বেগম(৪৫) বাদী হয়ে গতকাল ৩০শে জুন রাজবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামী করে ১টি হত্যা মামলা দায়ের করেছে।
বেবী বেগম জানান, গত ২৭শে জুন বিকাল ৩টার দিকে আমার স্বামী এক ব্যক্তির কাছ থেকে মোবাইলে ফোন পেয়ে রাজবাড়ীর খানখানাপুরে যাওয়ার কথা বলে ফরিদপুরের বাসা থেকে বের হয়। দীর্ঘ সময়েও বাড়ীতে না ফেরায় তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাই। পরবর্তীতে গত ২৯শে জুন ফরিদপুরের কোতয়ালী থানায় তার নিখোঁজ সংক্রান্তে ১টি জিডি করি। একই দিন রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী থানার পুলিশ আমার ফুপাতো দেবর বাহার আলীর মোবাইলে ফোন দিয়ে ১টি লাশ উদ্ধারের কথা জানায়। পরে বাহারের সাথে রাজবাড়ী থানায় এসে লাশটি মর্গে রয়েছে জানতে পেরে সেখানে গিয়ে আমার স্বামীর লাশ সনাক্ত করি।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এস.আই আবু জাহেদ শেখ জানান, ‘নিহত আহাদ আলী শেখের বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর থানায় খুন-ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। গত ১০ বছর ধরে সে এলাকা ছেড়ে ফরিদপুরের কোতয়ালী থানাধীন সমাসপুর গ্রামে বসবাস করতো।’