Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নিজের কার্যালয়ের ট্রেজারী শাখা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৩০শে জুন সকালে তার নিজের কার্যালয়ের ট্রেজারী শাখা পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন খান এবং ট্রেজারী একাউন্টেন্ট আমিন উদ্দিনসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পূর্বে ট্রেজারী গার্ডের পুলিশ সদস্যরা জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। এরপর জেলা প্রশাসক ট্রেজারী শাখায় প্রবেশ করলে ট্রেজারী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ট্রেজারী শাখার ডাবল লক ও সিঙ্গেল লক কক্ষ ঘুরে দেখেন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করেন।
এছাড়াও তিনি ট্রেজারী শাখায় রক্ষিত নন-জুডিসিয়াল স্ট্যাম্প, এডহেসিভ কোর্ট ফি, ইমপ্রেসড কোর্ট ফি, ফোলিও, পাবলিক পোস্টেজ স্ট্যাম্প, সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প, জলছাপযুক্ত দলিলী কাগজ(ডেমি পেপার), বিশেষ আঠালো স্ট্যাম্প এবং স্ট্রং রুমে রক্ষিত মালামাল সঠিক সঠিক আছে কি না তা পরীক্ষা করেন।