Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে জাটকা ইলিশ ও কারেন্ট জাল উদ্ধার॥৫জন জেলের জরিমানা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর গোদার বাজার ঘাট থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ২০ কেজি জাটকা ইলিশ উদ্ধার ও ৫হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জব্দসহ ৫জন জেলেকে জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী কালেক্টরেটের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গতকাল ৩০শে জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্পিডযোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
অভিযান শেষে গোদার বাজার ঘাটে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত জাটকা ইলিশ নদী পাড়ের দরিদ্র মানুষসহ এতিমখানায় বিতরণ করা হয়।
এছাড়াও অভিযানকালে আটককৃত ৫জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৩হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জেলেরা জরিমানার অর্থ পরিশোধ করার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।
আটককৃত জেলেরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার সন্তোষ মন্ডলের ছেলে ইসলাম মন্ডল(২৫), মোতালেব ব্যাপারীর ছেলে সুজাত ব্যাপারী(১৮), আতর আলী সরদারের ছেলে আবজাল সরদার(৩২), রাখালগাছীর হাবিব শেখের ছেলে আজাদ শেখ(২০) এবং গোয়ালন্দের দেবগ্রামের হারুন শেখের ছেলে সফিকুল শেখ(৩০)।