Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারী সফরে স্পীকারের সাথে রাশিয়ায় যাচ্ছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম

॥স্টাফ রিপোর্র্টার॥ রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম’-এর সভায় অংশ নিতে ৫দিনের সরকারী সফরে যাচ্ছেন মস্কো যাচ্ছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
আগামীকাল ২৯শে জুন সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এ সফরে ‘ব্যক্তিগত খরচে’ এমপি মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম সফরসঙ্গী হচ্ছেন। আগামী ৪ঠা জুলাই রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এমপি মোঃ জিল্লুল হাকিমসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা আগামী ১-২রা জুলাই মস্কোতে অনুষ্ঠেয় ‘দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম’-এ অংশগ্রহণ করবেন।
জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, এমপি’র নেতৃত্বাধীন ৭সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু,এমপি এবং চার সহায়ক কর্মকর্তা জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক(গণসংযোগ-১) মোঃ তারিক মাহমুদ, স্পীকারের সহকারী একান্ত সচিব-১ মোঃ তৌফিক ইলাহী চৌধুরী, জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (সিস্টেম ম্যানেজমেন্ট) মোঃ ইলিয়াস ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।