॥তন্ময় কুমার বিশ্বাস॥ রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী আরএসকে ইনস্টিটিউশনে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ই ডিসেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন রাজবাড়ী-১আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ উপলক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডঃ গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, স্কুলের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সহ-প্রধান শিক্ষক আঃ রাজ্জাক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার ভদ্র বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী স্কুলের বিজ্ঞানাগার, হোয়াইট বোর্ড ও লাইব্রেরীতে নতুন বই সংরক্ষনের জন্য ৫০হাজার টাকা প্রদান ও শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, একাডেমিক ভবনটির একতলা নির্মিত রয়েছে। এখন দুইতলা থেকে কাজ শুরু হবে।
আরএসকে স্কুলের নতুন ভবনের নির্মাণ উদ্বোধন
