॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ২৬শে জুন রাজবড়ীর জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম তার অফিস কক্ষে এই গণশুনানী গ্রহণ করেন। গণশুনানী গ্রহণকালে জেলা প্রশাসক আবেদনকারী ১১জনের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং প্রতিকারের ব্যবস্থা করেন।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খান উপস্থিত ছিলেন।
গণশুনানীতে অংশগ্রহণকারীদের মধ্যে রাজবাড়ী পৌরসভার ভবাণীপুর এলাকার সন্টু দে শাওন এসেছিলেন পারিবারিক সমস্যা সমাধানের আবেদন নিয়ে। সদর উপজেলার নিজাতপুর গ্রামের আক্কাছ আলী এসেছিলেন চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন নিয়ে। এছাড়া রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার আয়েশা বেগম, পারভীন আক্তার, নয়ন বেগম, লক্ষ্মীকোলের মনোয়ারা বেগম, বড়লক্ষীপুরের হাসিনা বেগম, বিনোদপুর নিউ কলোনীর মোতাহার শেখ, আটাশ কলোনীর সোনাবানু বেগম, ধাওয়াপাড়ার মালা রাণী হালদার এবং বালিয়াকান্দি উপজেলার বহরপুরের ডালিম বেগম এসেছিলেন আর্থিক সাহায্যের আবেদন নিয়ে। জেলা প্রশাসক তাদের সকলকেই সহায়তা করেন।