Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সংবর্ধনা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার কর্তৃক গত ১৩ই মার্চ রাত সাড়ে ৭টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য উত্তম কুন্ডু, মিজানুর রহমান মজনু ও বেগম নুরুন্নাহারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পাঠাগারের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাবসহ পাঠাগারের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সংবর্ধিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য উত্তম কুন্ডু, মিজানুর রহমান মজনু ও বেগম নুরুন্নাহার এছাড়া পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাঠাগারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মোহাম্মদ সবুর উদ্দিন।
অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন কুমার দাশ, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কবির হোসেন খান, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি নওশাদ আলী চৌধুরী, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইদ্রীস আলী বাবু, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহম্মদ ফিরোজ হায়দার, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও নাট্যকর্মী এবাদত আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।