Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ-সুধীজনদের সাথে রাজবাড়ীর নবাগত ডিসির মতবিনিময় সভা

॥চঞ্চল সরদার॥ নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়নসহ রাজবাড়ী জেলাবাসীর জন্য কাজ করে যাবো। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
গতকাল ২৫শে জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পৃথক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘সরকারের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে পদায়ন করা হয়। জেলা প্রশাসক একা এই কাজ করতে পারে না। জেলার সমন্বয়কারী হিসেবে সকলকে নিয়েই তাকে কাজ করতে হয়। এ ক্ষেত্রে সরকারী কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার পূর্বসুরী জেলা প্রশাসককে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আশা করি আমাকেও সেভাবে সহযোগিতা করবেন। আমি জেনেছি নদী ভাঙ্গন এখানকার সবচেয়ে বড় সমস্যা। আমি যখন আমার অফিস থেকে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবো তখন প্রথমেই যাবো নদী ভাঙ্গন কবলিত এলাকায়। আপনাদের সহযোগিতায় রাজবাড়ী জেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবো।’
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘ক্রীড়া ও সংস্কৃতির দিক থেকে রাজবাড়ী প্রতিষ্ঠিত একটি জেলা। শুধুমাত্র অর্থনৈতিকভাবে উন্নত জেলা মানেই যে বড় জেলা, সেটা কিন্তু না। তাই আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলায়ই আমার পদায়ন হয়েছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে, আমি যতদিন এখানে থাকবো ততদিন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী হয়ে সরকারী নীতিমালা মেনে কাজ করে যাবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করা আমার দায়িত্ব, আমি তা করবো। আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো সেই প্রত্যাশা করছি।’
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহান, হেদায়েত আলী সোহ্রাব, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা জাসদের (আম্বিয়া) সভাপতি স্বপন কুমার দাস এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।