॥রফিকুল ইসলাম॥ সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২৫শে জুন বিকালে সূর্যনগর রেলস্টেশন সংলগ্ন মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু’র সভাপতিত্বে এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র সঞ্চালনায় সম্মেলনে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজম মন্ডল, মিজানপুর ইউনিয়ন(পশ্চিমাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন, মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারুল বেগম, মিজানপুর ইউনিয়ন(মধ্যাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, মিজানপুর ইউনিয়ন(পশ্চিমাঞ্চল) ছাত্রলীগের সভাপতি ইমরান নাজির, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, দলিল লেখক আজিজুল হক মৃধা, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন এবং সূর্যনগর রেলস্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আলোচনার মাধ্যমে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে হাবিবুর রহমান হবি’কে সভাপতি, শেখ মোঃ হান্নানকে সাধারণ সম্পাদক, উজ্জ্বল ফকির, ইউনুস আলী মোল্লা, আঃ কুদ্দুস মোল্লা, দুলাল মন্ডল ও আসমা বেগমকে সহ-সভাপতি, আসলাম শেখকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাগর মোল্লা আলীমকে সাংগঠনিক সম্পাদক, আসাদুজ্জামান চুন্নুকে দপ্তর সম্পাদক, ওদুদ মোল্লাকে কৃষি বিষয়ক সম্পাদক, নাসির উদ্দিন খানকে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, নূর মোহাম্মদ ফকিরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আঃ রইচ মোল্লাকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জাহানারা বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক, মাসুদ সেখকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আজিজুল শিকদারকে শ্রম বিষয়ক সম্পাদক, নান্নু শিকদারকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং আমিন উদ্দিন আহম্মেদ টুকু’কে ১নং সদস্য ও আজম মন্ডলকে ২নং সদস্য করে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে অবশিষ্ট পদগুলো পূরণ করে ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মিজানপুর ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন
