॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় গতকাল ২০শে জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় গর্ভবতীদের করণীয় বিষয়ের উপর তথ্যচিত্র উপস্থাপন ও আলোচনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালা। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মী, নার্স ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ অন্যান্য বক্তাগণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ, জনসচেতনতা সৃষ্টি, গর্ভবতী নারীদের উদ্বুদ্ধকরণ, প্রসবে অপ্রয়োজনীয় সিজার না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রাজবাড়ীতে স্বাভাবিক প্রসব জোরদার বিষয়ক কর্মশালা
