॥চঞ্চল সরদার॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে গতকাল ১৯শে জুন সন্ধ্যায় জেলা উদীচী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা উদীচীর সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা উদীচীর সহ-সভাপতি সৌমেন দাস ভরত, আজিজুল হাসান খোকা, ফকির শাহাদত হোসেন, আব্দুল জব্বার, এডঃ কমলাকান্ত চক্রবর্তী বাবন ও ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এদেশের মানুষের হৃদয়ে রয়েছেন। তারা বাঙালী জাতিকে এদেশের জন্য অনেক কিছু দিয়েছেন, যা কখনোই ভোলার নয়। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত রাখতে রবীন্দ্র ও নজরুল চর্চা খুবই জরুরী। সকলকে তাদের বইগুলো পড়তে হবে। আলোচনা সভার শেষে উদীচীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
রাজবাড়ীতে রবীন্দ্রনাথ-নজরুলের জন্ম জয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
