॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ ও মৎস্য চাষী সমিতির অনুকূলে চেক বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১৭ই জুন সকালে জামালপুর ইউনিয়নের রতনপুরের প্রদর্শনী পুকুর পাড়ে এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি ও নন-সিআইজি প্রযুক্তি গ্রহীতা মৎস্য চাষীদের মধ্যে এই দলীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা বাওর মৎস্য চাষী সমবায় সমিতির অনুকূলে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান বক্তব্য রাখেন এবং চেক বিতরণ করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক ও ক্ষেত্র সহকারী(রাজস্ব) রাওফুর মোরসালিনসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দিতে মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত
