॥কাজী তানভীর মাহমুদ॥ আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহড়া দিয়েছে পুলিশ।
গতকাল ১৩ই জুন দুপুরে কালুখালী থানা থেকে থানা ও ডিবি পুলিশের সদস্যদের এই মহড়া বের হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম।
কালুখালী থানা সুত্রে জানা যায়, নির্বাচনে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে পুলিশ। কোথায় কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিমের নেতৃত্বে পুলিশের এই মহড়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৫ম ও শেষ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন।
কালুখালী উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের মহড়া
