Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ শীর্ষক প্র্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে র‌্যালী, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কালেক্টরেটের আম্রকানন চত্ত্বর থেকে জেলা প্রশাসক জিনাত আরার নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালীতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এবিএম রেজাউল হকসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এবিএম রেজাউল হক। সঞ্চালনা করেন কালেক্টরেটের সহকারী কমিশনার সাদিয়া ফেরদৌস।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিনসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলেচনা সভায় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ভৌগলিক অবস্থার কারণে আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলে অবস্থিত। সেই কারণে আমাদের দেশের মানুষদের অতীত থেকেই বিভিন্ন সময়ে বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হয়েছে। বর্তমান সরকার এই সকল প্রাকৃতিক দুর্যোগসহ মানুষ কর্তৃক সৃষ্ট দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কে দেশের জনসাধারণকে সচেতন করতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের ব্যবস্থা করেছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যেহেতু ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্য নিয়ে কাজ করছেন তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, সড়ক দুর্ঘটনা ও আগুন লাগার মতো দুর্যোগ মোকাবেলার জন্য আরো বেশী সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যাতে এই দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতির ব্যাপক প্রচারণা ও প্রশিক্ষণের মাধ্যমে টেকসই উন্নয়ন করে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পারি।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট ইউনিট, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।