Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সেরা প্রধান শিক্ষক হিসেবে ভিয়েতনামে যাচ্ছেন হান্নান

॥স্টাফ রিপোর্টার॥ ২০১৭ সালের সেরা শিক্ষক হিসেবে ৭দিনের প্রশিক্ষণে ভিয়েতনামে যাচ্ছেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হান্নান। আগামী ১৫ই জুন তিনি ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমান বন্দর থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবেন।
মোঃ আবু হান্নান ২০১০ সালে একই ইউনিয়নে আড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। ২০১৫ সাল থেকে তিনি বানীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকশাডাঙ্গী গ্রামে। তার বাবা হাজী মোঃ আকবর আলী তিনিও প্রধান শিক্ষক ছিলেন।