॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর হযরত শাহ জংগী(রঃ) দরগা শরীফের ৫দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক ও বিচার গান অনুষ্ঠান গত ৭ই মার্চ থেকে শুরু হয়েছে।
গত ১০ই মার্চ সন্ধ্যায় উক্ত ওরশ মোবারকে প্রধান অতিথি হিসেবে বিচার গান উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক। বিশেষ অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান মুসুল্লী।
এ সময় অন্যান্যের মধ্যে চেয়ারম্যান আঃ মান্নান মুসুল্লীর পিতা বিশিষ্ট সমাজসেবক আঃ করিম মুসুল্লী, দরগা শরীফের সভাপতি আবুল কালাম আজাদ শেখ, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সদস্য সেলিম মোল্লা, খাদেম আকবর শেখসহ দরগা শরীফের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন দরগা কমিটির সহ-সভাপতি মোঃ আক্কাছ আলী মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক দরগা শরীফের উন্নয়নের জন্য ২লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে মানিকগঞ্জের মৌসুমী বাউল এবং ঝিনাইদহের রেশমা সরকার বিচার গান পরিবেশন করেন। আজ ১১ই মার্চ লালন সঙ্গীতের মধ্য দিয়ে দরগা শরীফের অনুষ্ঠানমালা শেষ হবে।