॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারের নরসুন্দররা। নিজেদেরকে পরিচ্ছন্ন করার জন্য সব বয়সী মানুষই ভীড় জমাচ্ছে সেলুনগুলোতে।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর, রামদিয়া, সোনাপুর, বেরুলী, নারুয়া, আড়কান্দি, জামালপুর, তেঁতুলিয়াসহ বিভিন্ন-হাট বাজার ঘুরে দেখা গেছে, সেলুনের মালিক ও কর্মচারীরা চুল কাটা, দাড়ি কামানো ও চুলে কলপ-হেয়ার কালার লাগানোর কাজে ব্যস্ত রয়েছে। নরসুন্দরদের কারোরই এক মুহুর্তের ফুরসৎ নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের এই ব্যস্ততা। ঈত যত ঘনিয়ে আসছে, তাদের ব্যস্ততাও ততই বাড়ছে।
বালিয়াকান্দি বাজারের একটি সেলুনের মালিক অশোক শীল বলেন, আমি এবং আমার ছোট ভাই আলোক শীলসহ ৪জন কর্মচারীরা কৃষ্ণ, তাপস, মিন্টু, শিপন সকলেই ব্যস্ত রয়েছি। ২০ রোজার পর থেকে আমাদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। আয়-রোজগারও বেড়েছে।
আরেকটি সেলুনের মালিক চৈতন্য শীল বলেন, এত ব্যস্ততা বেড়েছে যে আমরা সময়মতো খাবারও খেতে পারছি না। কাস্টমারদের জন্য আমাদেরকে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে। তবে এতে আমাদের কোন কষ্ট নেই, বরং বাড়তি আনন্দ পাচ্ছি। পারিশ্রমিকের পাশাপাশি সবাই কম-বেশী বকশিশও দিচ্ছে। তাই মন দিয়ে কাজ করছি।
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বালিয়াকান্দির নরসুন্দররা
