Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ৯ই মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্যের সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাহানা বেগম, আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান এবং সদস্য সদস্যের তনয়া কানিজ ফাতেমা চৈতী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রামানিক। এছাড়াও বক্তব্য রাখেন আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম জাহিদ হাসান বক্কার বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের খেলাধুলাও করতে হবে। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে ভাল করে লেখাপড়া করতে হবে। আমাদের সরকার বছরের ১লা জানুয়ারী বিনামূল্যে বই তুলে দিচ্ছে। ৩০% মেধাবী ছাত্রীদের উপবৃত্তি দিচ্ছে। আমরা তোমাদের স্কুলের অবকাঠামো ভাল করে দিবো। বিনিময়ে তোমাদের ভাল রেজাল্ট করতে হবে। ২০১৯ সালের নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিতে হবে। তাহলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হবে।
পরে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী সামাজিক উন্নয়ন সংঘ পরিবর্তনের উদ্যোগে বিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।