Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী-পথসভাসহ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৩০শে মে সকাল সাড়ে ৯টায় প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী।
জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে পথসভায় মিলিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক রাজু’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা এবং জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী।
সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সি সোহেল আহম্মেদের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মুরাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে ও সজীব ওয়াজেদ জয়ের প্রেরণায় এগিয়ে যাওয়ার এবং মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বক্তাগণ জননেত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার অঙ্গীকার করেন।
সংগঠনের সহ-সভাপতি নিজাম উদ্দিন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মানিক, সাংগঠনিক সম্পাদক বিকাশ রাজভর, সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শামীম আল হাসান, গোয়ালন্দ উপজেলা শাখার মিশুক, সম্রাটসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও সন্ধ্যায় শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।