॥স্টাফ রিপোর্টার॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক ৩টি অভিযানে গতকাল ৩০শে মে রাজবাড়ী সদর ও গোয়ালন্দের ব্যাটারী রি-প্রসেসিং কারখানাসহ ৫টি প্রতিষ্ঠানকে মোটা অংকের অর্থ জরিমানা করা হয়েছে।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদুজ্জামান খান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার পারদর্পনারায়ণপুর এলাকার একটি ব্যাটারী রি-প্রসেসিং কারখানায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় ব্যাটারী রি-প্রসেসিংয়ের দায়ে ‘ডিজিটাল ব্যাটারী রি-প্রসেসিং’ নামের ১টি কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা ও সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ আনসার সদস্যদের একটি দল এই অভিযানে সহযোগিতা করে।
অপরদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম কর্তৃক রাজবাড়ী বাজারের এমইপি সিলিং ফ্যান লিঃ বিক্রির একটি দোকানে অভিযান চালিয়ে প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ‘সু কালার’ বিক্রির দায়ে বাটা’র শোরুমকে একই আইনের একই ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন গোয়ালন্দ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১টি বেকারী ১টি খাবারের হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৩৭ ধারায় যথাক্রমে ৬ হাজার ও ১৫শত টাকা জরিমানা করেন।
রাজবাড়ী-গোয়ালন্দের ব্যাটারী রি-প্রসেসিং কারখানাসহ ৫টি প্রতিষ্ঠানের জরিমানা
