Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর কৃষকরা লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে

॥রফিকুল ইসলাম॥ চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। নিরুপায় হয়ে তারা লোকসান দিয়ে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই মৌসুমে রাজবাড়ী জেলায় ২৬ হাজার মেট্রিক টনের অধিক ধান উৎপাদিত হয়েছে। এর বিপরীতে সরকার কর্তৃক নির্ধারিত ২৬ টাকা কেজি বা ১০৪০ টাকা মণ দরে সরকারীভাবে মাত্র ৪শত মেট্রিক টন (রাজবাড়ী সদর উপজেলায় ১৯১, পাংশা উপজেলায় ৪৯, কালুখালী উপজেলায় ৫৬, বালিয়াকান্দি উপজেলায় ২৪ ও গোয়ালন্দ উপজেলায় ৮০ মেট্রিক টন) ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খাদ্য বিভাগ কর্তৃক গত ২৬শে মে এই ধান কেনার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩২ মেট্রিক ধান কেনা হয়েছে।
বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে তারা বাজারে সর্বোচ্চ ১৬/১৭ টাকা কেজি বা ৬০০/৬৫০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পারছেন। তাও আবার বিক্রির সময় মণ প্রতি ৪/৫ কেজি করে ধলতা(ওজনের অতিরিক্ত) দিতে হচ্ছে, অনেক সময় সেই ক্রেতাও পাওয়া যাচ্ছে না। অথচ প্রতি মণ ধান উৎপাদন করতে তাদের ৮০০ টাকার উপরে খরচ হয়েছে। আবার ধান কাটার শ্রমিকদের মজুরীও জনপ্রতি কমপক্ষে ৫০০/৬০০ টাকা করে। এতে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। তাদের দাবী, সরকারীভাবে যদি কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে পর্যাপ্ত পরিমাণে ধান কেনা হয় তাহলে তারা কিছুটা রক্ষা পাবেন।