Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এমপি কন্যা চৈতীর উদ্যোগে॥রাজবাড়ীতে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মধ্যে শাড়ী বিতরণ

॥লাবনী আক্তার॥ ঈদুল ফিতর উপলক্ষে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মধ্যে শাড়ী বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর কন্যা কানিজ ফাতেমা চৈতী।
গতকাল ২৭শে মে বিকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর হাত দিয়ে এই শাড়ী বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এবং পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীরসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, রাজবাড়ী ও গোয়ালন্দ পৌর ও ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুব মহিলা লীগের ৫শতাধিক নেতৃবৃন্দের মধ্যে এই শাড়ী বিতরণ করা হয়।