Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সদর সাব-রেজিস্ট্রি অফিসে হামলার ঘটনায় কর্মবিরতি

॥স্টাফ রিপোর্টার॥ সন্ত্রাসীদের হামলায় রাজবাড়ী সদর সাব-রেজিস্ট্রারসহ ৫জন আহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে গতকাল ৮ই মার্চ কর্মবিরতি পালন করেছে অফিসের স্টাফ, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে।
রাজবাড়ী সদর দলিল লেখক সমিতির সভাপতি আঃ সাত্তার চৌধুরী জানান, সদর সাব-রেজিস্ট্রি অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রেজিস্ট্রি অফিসের স্টাফসহ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ আজ থেকে কর্মবিরতি পালন করছেন। জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করে যাবেন।
উল্লেখ্য, গত ৭ই মার্চ বিকেল ৩টার দিকে স্টেডিয়ামের নিচতলায় অবস্থিত সদর সাব-রেজিস্ট্রি অফিসে সন্ত্রাসী চাঁদাবাজরা হামলা চালায়। এতে সদর সাব-রেজিস্ট্রার গাজী মোহাম্মদ আব্দুল করিমসহ ৫জন আহত হয়। এ ঘটনায় সদর সাব রেজিস্ট্রার গাজী মোহাম্মদ আব্দুল করিম বাদী হয়ে ওই দিনই ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৮/১০জনকে আসামী করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় পুলিশ ১জনকে গ্রেফতার করেছে।