Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে ইফতার মাহফিল

॥স্টাফ রিপোর্টার॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে গতকাল ২৭শে মে বড়পুর কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হোসাইন মোহাম্মদ কাওছার বাঙ্গালী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা শাখার আইন বিষয়ক সম্পাদক এডঃ জাহাঙ্গীর আলম খান জাহিদ হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মুফতি গোলাম কবির মাসুমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শূরার অন্যতম সদস্য জেলা সভাপতি মোঃ সাব্বির হোসেন, জমিয়াতে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল ইসলাম পিয়াল, ন্যাশনাল পিপলস পার্টির জেলা সভাপতি মাস্টার নাজমুল হাসান, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি মোফাজ্জল হোসাইন আব্বাসী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হোসাইন মোহাম্মদ কাওছার বাঙ্গালী বলেন, রোজার মৌলিক শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়ার অর্থ হচ্ছে- ‘সকল অন্যায় কাজ বর্জন এবং পূণ্য কাজের প্রতিযোগিতায় নিজেকে নিয়োজিত করা’। এক্ষেত্রে খুব সহজে এ অর্থ গ্রহণ করতে পারি যে, একজন আদর্শবান মানুষ গঠনে সিয়াম এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আজ মানব রচিত যে মতবাদে আমাদের দেশ শাসিত হচ্ছে সেখানে নীতি-নৈতিকতার কোন বালাই নেই। আমাদের নেতারা যে, যেভাবে পারছে জুলুম-নির্যাতন-অত্যাচার-অনাচার, রাহাজানি, খুন-ধর্ষণ ছিনতাই, আজকে তাদের পেশাদারিত্বে পরিণত হয়েছে। সুতরাং সুন্দর সমাজ গঠনের জন্য সিয়াম এর ভূমিকা আজকে গভীরভাবে উপলব্ধি করতে হবে।