Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল

॥রফিকুল ইসলাম॥ পবিত্র মাহে রমজানের ২০তম দিবসে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৬শে মে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গাস্থ বাসভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নিলুফার বেগম, সহ-সভানেত্রী রোকেয়া বেগম ও স্বপ্না বেগম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম, সাধারণ সম্পাদিকা নাঈমা বেগম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ডাঃ পূর্ণিমা দত্ত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সহধর্মিনী ফাতেমা চৌধুরী, নারী নেত্রী সুপ্রিয়া দাস দীপা, শুক্লা সরকার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার সাধারণ সম্পাদক টি.এম নাজমুল হক রাজিবসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশন আরা।
ইফতার মাহফিলে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি। এই উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ বিশ্বের মধ্যে রোল মডেল রাষ্ট্রে পরিণত হবে। আমরা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।