॥স্টাফ রিপোর্টার॥ ধানের মূল্য ১২০০ টাকা মণ নির্ধারণসহ বিভিন্ন দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।
গতকাল ২৬শে মে সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সালাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং সাবেক ছাত্র মৈত্রী নেতা ভিপি রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে অবিলম্বে প্রতি মণ ধানের মূল্য ১২০০ টাকা নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে ধানসহ কৃষিপণ্য ক্রয় কেন্দ্র চালু, সরকারী ব্যবস্থাপনায় নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য ক্রয়, সার-বীজ-কীটনাশকসহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি স্বল্পমূল্যে কৃষকদের সরবরাহ, উপজেলা পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণের গোডাউন নির্মাণ ও কৃষকদের কোন প্রকার হয়রানী না করা ইত্যাদি দাবী জানানো হয়।
ধানের মূল্য নির্ধারণসহ বিভিন্ন দাবীতে জাতীয় কৃষক সমিতির স্মারক লিপি
