॥চঞ্চল সরদার॥ এডঃ পলাশ রায়কে কারাভ্যন্তরে হত্যা, সাংবাদিক প্রবীর শিকদারের বাসায় হামলা এবং বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকী দেয়ার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সংখ্যালঘুদের ২টি সংগঠন।
গতকাল ২৫শে মে বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ-এর রাজবাড়ী জেলা শাখা।
মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ পারিজাত কুমার পাল, সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, যারা এডঃ পলাশ রায়কে কারাভ্যন্তরে হত্যা করেছে, সাংবাদিক প্রবীর শিকদারের বাসায় হামলা চালিয়েছে এবং সুলতানা কামাল, শাহরিয়ার কবির ও মুনতাসির মামুনসহ বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। জড়িত প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করতে হবে।
এডঃ পলাশ রায়কে কারাভ্যন্তরে হত্যা ও সাংবাদিক প্রবীর শিকদারের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন
