Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অসহায় বিধবাকে ছাগল কিনে দিলেন আ’লীগ নেতা মিন্টু

রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.জে মিন্টু গত ২৪শে মে সকালে সজ্জনকান্দা ভোকেশনাল রোডে মৃত রিক্সা চালক আজাহার শেখের হতদরিদ্র বিধবা স্ত্রীকে ১টি উন্নত জাতের ছাগল প্রদান করেন। ২০বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বিধবা ভাতা বা কোন সরকারী সহায়তা পাননি। দারিদ্রতার কারণে চরম অসহায় অবস্থার কথা জানানোর পর আ’লীগ নেতা এ.জে মিন্টু ব্যক্তিগত অর্থে তাকে ছাগলটি কিনে দিলেন -মাতৃকণ্ঠ।